বগুড়ার সারিয়াকান্দী উপজেলার হাটশেরপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলীনুর রহমান আাান্নাকে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান। এ ঘটনার জন্য তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীকে দায়ী করেছেন।
অপরদিকে কুতুবপুর ইউনিয়নে বিএনপির উঠান বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী নিজেই হামলা চালানোর অভিযোগে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ প্রার্থীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, বিএনপি প্রার্থী আলীনুর রহমান আন্না শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বেলাইলে নির্বাচনী সভা শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে হাছনাপাড়া এলাকায় রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেয় দুর্বৃত্তরা। এরপর পিছন থেকে ধাওয়া করলে তিনি মোটরসাইকেল ফেলে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা রামদা’ নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। পরবর্তী সময়ে গ্রামের লোকজন বেরিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী আলীনুর রহমান আন্না অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যেই প্রতিপক্ষ আওয়ামী লীগের লোকজন তার ওপর হামলা চালিয়েছে।
সারিয়াকান্দী থানার ওসি এএসএম ওয়াহেদুজ্জামান জানান, বিএনপি সমর্থিত প্রার্থী ভোট কেনার জন্য এলাকায় গেলে আওয়ামী লীগের লোকজন তাকে ধাওয়া করলে ভয়ে তিনি পালিয়ে যান।
এদিকে, শুক্রবার রাত ৮টায় কুতুবপুর ইউনিয়নের বরইকান্দি গ্রামে বিএনপির প্রার্থী ইমরান আলী ওঠান বৈঠক চলছিল। এ সময় আওয়ামী লীগের প্রার্থী গাজীউর রহমান গাজি লোকজন নিয়ে গিয়ে নিজেই হামলা করে। এতে বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা ভয়ে পালিয়ে যায়। পরে অভিযোগ দিলে নির্বাচন কর্মকতা আশরাফুল ইসলাস আওয়ামী লীগ প্রার্থী গাজীর ৫ হাজার টাকা জরিমানা করেন।
চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কোরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর উত্তেজনা দেখা দিলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২২ মার্চ সারিয়াকান্দী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৬/শরীফ