গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রাণালয়ের নবনিযুক্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার। আজ শনিবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত হয়। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন। এরপর তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু ইনস্টিটিউট পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক মো. খুলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান, টুঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর-মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জাসহ দলীয় নেতাকর্মী ও গণপূর্ত অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৬/শরীফ