চাঁপাইনবাবগঞ্জে একটি মোটরসাইকেল ও ১টি নষ্ট ভিডিও ক্যামেরাসহ দুই ভূয়া সাংবাদিককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
আজ শনিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট গ্রামের হাজ্বী মাহফিল উদ্দিনের ছেলে ফয়সাল আজম অপু (৪০) ও তার সহযোগী চাঁপাইনবাবগঞ্জ শহরের সোনারমোড় মহল্লার রমজান আলী বিশ্বাসের ছেলে মোরসালীন হক (৩৪)।
জানা গেছে, এনএসআই এর স্থানীয় কর্মকর্তার গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১টার দিকে শহরের বিশ্বরোড এলাকায় চাঁদাবাজীর সময় সদর মডেল থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে রেজিষ্ট্রেশনহীন একটি মোটরসাইকেল, ৫টি ভূয়া আইডি কার্ড, একটি নষ্ট বড় ভিডিও ক্যামেরা ও একটি ছোট ক্যামেরা জব্দ করা হয়।
উল্লেখ্য, তাদের বিরুদ্ধে কখনও গোয়েন্দা কর্মকর্তা, কখনও ক্রাইম সাংবাদিক পরিচয়ে জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। স্থানীয় সাংবাদিকরাও তাদের কর্মকান্ডে ক্ষুব্ধ ছিল। বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন