ময়মনসিংহের মুক্তাগাছায় তারাটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ।
তিনি উপজেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক ও তারাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি পদের দায়িত্বেও রয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় খামারের বাজার এলাকার একটি গ্রাম্য শালিস বৈঠক থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুজাহিদের বিরুদ্ধে ময়মনসিংহ ও মুক্তাগাছা থানায় সন্ত্রাস দমন আইনে দুটি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন