ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখলের পায়তার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
শনিবার সকালে ফেনীর একটি রেষ্টুরেন্টে সোনাগাজী উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সরকার দলীয় সর্মকরা আনসার বাহিনীর পোশাক পরে কেন্দ্রে জালভোট প্রদানের নীল নকশা তৈরী করেছে। তারা দারি করেন এতোদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। কিন্তু হঠাৎ শুক্রবার রাত থেকে বিভিন্ন উপজেলার ক্যাডাররা কেন্দ্রের আশপাশে পাহারা বসিয়েছে। তারা স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের বাড়িতে অবস্থান নিয়েছেন। ক্যাডাররা বিএনপির কর্মী-সমর্থক ও সাধারণ ভোটাদের কেন্দ্রে না যাওয়ার জন্য বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছে।
সংবাদ সম্মেলনে সোনাগাজী পৌর বিএনপির সভাপতি জয়নাল আবদীন বাবলু, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পদক সামছুদ্দিন খোকন, সাবেক পৌর সভাপতি আলাউদ্দিন গঠনসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ সোনাগাজী পৌরসভার নির্বাচন: আগামীকাল রবিবার ফেনীর সোনাগাজী পৌরসভার নির্বাচন। নির্বাচনে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ১৪ হাজার ১৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সোনাগাজী পৌরসভায় নির্বাচনে এক মেয়রে বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র জামাল উদ্দিন সেন্টু, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জাতীয় পার্টির প্রার্থী মজিবুল হক মানিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু নাছের, শেখ সেলিম ও নাছির উদ্দিন রিপন।
অন্যদিকে সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ১২ কাউন্সিলর পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে ৪ মেয়র প্রার্থী ও ২২ কাউন্সিলর প্রার্থী স্বশিক্ষিত বলে তাদের হলফনামায় উল্লেখ করেছেন। এদের মধ্যে সেন্টু এইচএসসি ও খোকন এলএলবি পাশ। এছাড়া অধিকাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী অপরাধে মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন