ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছোটমৌকুড়ি গ্রাম থেকে শনিবার দুপুরে শারমিন আক্তার (২৫) নামে দু’সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শারমিন একই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী ও আনসার আলীর মেয়ে। এ ঘটনার পর থেকে শারমিনের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
গ্রামবাসী সুত্রে জানা গেছে, গত ৫ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকত। শনিবার দুপুরে শারমিন আক্তার লাশ ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। পরে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, গৃহবধূ শারমিন ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আহত্মহত্যা করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহত গৃহবধূর পিতা আনসার আলীর অভিযোগ তার মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন