টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী পৌরসভার নিউ মার্কেট এলাকায় বাস চাপায় মোঃ কবির মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির উপজেলার উত্তর মিয়া পাড়ার মৃত ননি মিয়ার ছেলে। এ ঘটনায় শামছুল হক (৩০) গুরুতর আহত হয়েছেন।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বিনিময় পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২২০১) হেলপার দিয়ে চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় চা পানরত কবির মিয়া চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় চা বিক্রেতা নিজবর্ণি গ্রামের খুরশেদ আলমের ছেলে শামছুল হক আহত হন।
স্থানীয় লোকজন বাসটি আটক করলেও চালক (হেলপার) পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন