কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা দু'টিতে জয়ী হয়েছে নৌকার প্রার্থীরা। নৌকা প্রতীক নিয়ে চকরিয়ায় বিজয়ী হন আলমগীর চৌধুরী। তিনি ২৩৩৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মহেশখালীতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মকছুদ মিয়া। তিনি পেয়েছেন ৮৩০৩ ভোট।
এদিকে দু’টি পৌরসভার নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটেছে। মহেশখালীতে নিহত হয়েছেন একজন। সাতজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৩০জন।
চকরিয়া বিএনপি প্রার্থী অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা নির্বাচনী কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দিয়েছে। তারা ভোটারদের জিম্মি করে কেন্দ্রে ঢুকে প্রকাশ্যে সীল মেরেছে। চকরিয়ায় বিএনপি প্রার্থী নুরুল ইসলাম হায়দার বেলা ২টায় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন। তিনি ১৮ কেন্দ্রের মধ্যে ১৫ কেন্দ্রে ভোট ডাকাতির অভিযোগ করেন।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/ এস আহমেদ