নেত্রকোনা পূর্বধলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার প্রায় শতাধিক বাড়ীঘর বিধ্বস্থ হয়েছে। রবিবার ভোররাতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরের নীচে চাপা পড়ে আ. রশিদ (৫০) নামের একজন নিহত হয়েছেন। তিনি হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্ধা।
এ সময় আরো বেশ কয়েকজন আহত হলে একই গ্রামের গুরুতর আহত আব্দুস সাত্তারকে (৬০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের পূর্বধলা, বারদার, ভিতরগাঁও, জুগলী, জারিয়া ইউনিয়নের বাড়হাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে রবিবার ভোররাতে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়। সেই সাথে শীলাবৃষ্টি হয়। এতে উপজেলার প্রায় শতাধিক কাচাঁ ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসাসহ গাছপালা বিধ্বস্থ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন জানান, নিহতের পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ মার্চ ২০১৬/ এস আহমেদ