বগুড়ায় ৬১৪টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। নির্বাচন নিয়ে ছাত্র-ছাত্রীরা উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা চালিয়েছে। প্রার্থীরা ভোটারদেরকে কাছে আনতে চকলেট, কলম বিতরণ করছে। গত বছর পরীক্ষামূলক ভাবে স্টুডেন্টস কেবিনেটে ভোট অনুষ্ঠিত হলেও এবার আনুষ্ঠানিক ভাবে সকল উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচিত কেবিনেট প্রতিনিধিরা বিদ্যালয়ে পরিবেশ রক্ষা, শৃঙ্খলা রক্ষা, ঝরেপড়া ছাত্রদের বিদ্যালয়মুখী করা, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, মাদকাশক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করার কাজ করবে।
বগুড়া জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বগুড়ায় ৩৯১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ২২৩টি দাখিল মাদ্রাসায় সোমবার স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছর পরীক্ষামূলক ভাবে প্রতি উপজেলায় দু’টি করে বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার একযোগে বগুড়ায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ধুনটের গোশাইবাড়ি কে ও বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ১০ম শ্রেণির আাশা সুলতানা জানান, নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাঁচ শতাধিক ছাত্রী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৮জন প্রতিনিধি নির্বাচিত করবে। ইতোমধ্যে শৃঙ্খলা রক্ষার জন্য স্কাউট টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুৃলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। চারটি বুথে ভোট গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ, ২০১৬/ রশিদা