ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের রায়গঞ্জ ঘুড়কা বেলতলা জনতা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আবুল হোসেন পেশায় একজন ভিক্ষুক ছিলেন। তিনি গাইবান্ধা সদর থানার মৌজামালীবাড়ী গ্রামরে মৃত ইউসুফ বেপারীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, গাইবান্ধা থেকে ঢাকাগামী আইভি পরিবহনের বাসে ভিক্ষুক আবুল হোসেন ঢাকায় যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের পাশে রায়গঞ্জের ঘুড়কা বেলতলা জনতা হোটেলে যাত্রাবিরতি করে। এ সময় তিনি বাস থেকে নেমে রাস্তা পার হবার সময় বগুড়াগামী দ্রুতি পরিবহনের একটি বাসের নিচে পড়ে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধারের পর স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে বাসটি আটক করা সম্ভব হয়নি বলেও তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ, ২০১৬/ রশিদা