শিশু ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন নাটোর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক খন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ।
সোমবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়। রায়ের সময় আসামী পলাতক ছিল। সাজাপ্রাপ্ত আসামী নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহেষপুর গ্রামের আকবর আলীর ছেলে হারুন খান।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৫ জুন দুপুরে আসামী হারুন তার প্রতিবেশি ৬ বছরের এক শিশু কন্যাকে তার শয়ন ঘরে ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার রায়ে বিচারক উল্লেখ করেন, আসামী ধৃত হওয়ার পর থেকে সাজার মেয়াদ গননা শুরু হবে।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন