বগুড়ার শেরপুরে অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বয়স আনুমানিক ৫০বছর। সোমবার সকালে খবর পেয়ে পুলিশ উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় এই বৃদ্ধার লাশ উদ্ধার করে। পরে নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠানো হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এবাদ আলী জানান, স্থানীয় লোকজনের দেয়া খবরের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরনের পোশাক ও শারীরিক পরিস্থিতি দেখে নিহত ব্যক্তিকে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই কেবল মৃত্যুর কারণ বলা সম্ভব। তবে নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন