দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে তাকে বহিস্কার করা হয়।
রবিবার রাতে তাকে বহিষ্কার করা হয়।
পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক নুরে আলম জানান, আসন্ন ইউপি নির্বাচনে দহগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমানকে (নৌকা প্রতীক) দলীয় মনোনয়ন প্রদান করা হয়। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গ করে চেয়ারম্যান পদে স্বতন্ত্র(আনারস) প্রার্থী হয় কামাল। ফলে তাকে দল থেকে বহিস্কার করা হয়। এবং দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজানুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।’
এদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন বলেন, ‘বহিষ্কার বুঝি না। আমি নির্বাচনেই আছি।’
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন