৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে থাকায় তাদের বহিষ্কার করা হয়।
সোমবার সন্ধ্যায় তাদের বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধূভূষণ দাস।
বহিষ্কৃতরা হলেন- ৯ নং ভাঙনামারি ইউনিয়নে জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মফিজুন নূর খোকা, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন, ৪ নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য খসরুজ্জামান বাবুল, ২ নং ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন ও সহ-সভাপতি নজরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন