ঝিনাইদহের মহেশপুরের ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৪ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ময়জুদ্দিন হামিদ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন বান্দার বাড়িয়া ইউনিয়ন আ’লীগের সমর্থক সফিদুল ইসলাম, এসবিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ’লীগের সদস্য আরিফান হাসান চৌধুরি, বাঁশবাড়িয়া ইউনিয়ন আ'লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক এবং শ্যামকুড় ইউনিয়নের আ’লীগের সদস্য ও কৃষকলীগের সভাপতি মুনসুর আলী।
সেই সঙ্গে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে মান্দার বাড়িয়া ও পান্তাপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি/সাধারন সম্পাদককে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে মাধ্যমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ময়জুদ্দিন হামিদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক নবী নেওয়াজ এমপি ও জেলা আ’লীগের সদস্য সাবেক এমপি সফিকুল আজম খাঁন চঞ্চল প্রমূখ।
অন্যদিকে আগামীকাল মঙ্গলবার প্রথম ধাপে কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন