বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার পাকুড়তলা এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ মুহুর্তে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। আমরা উত্তেজনা নিরসন করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলমারীগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায় ও ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২০ যাত্রী।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম জানান, মরদেহগুলো হাইওয়ে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এছাড়া আহতদের জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন