বাগেরহাটের মোরেলগঞ্জে বন্দুকের দুটি কার্তুজসহ একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৫টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের ঢেপুয়ারপাড় গ্রামের আবুল কালাম খানের বাড়ির নিকট থেকে এ অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। আবুল কালাম ওই ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী।
থানার ওসি তারক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিত্যাক্ত অবস্থায় এই অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনার পরে ওই এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে।
এদিকে আজ সকাল ৯টায় জিউধরা ইউনিয়নের জয়বাংলার বাজার এলাকায় আবুল কালাম মৃধা(৪৫) কে পিটিয়ে গুরুতর জখম করেছে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম স্বপনের কর্মীরা। নৌকা প্রতীকের সভায় যাওয়ার অপরাধে তাকে পিটানো হয়েছে বলে অভিযোগ করেছেন আবুল কালামের স্ত্রী রাশিদা বেগম।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন