পাবনায় এক স্কুল ছাত্র ও কুমিল্লায় কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সরকারি এডওয়ার্ড কলেজ গেট থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ রোডে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে।
মানববন্ধনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, শহীদ বুলবুল কলেজ, এম মনসুর আলী কলেজ ও মহিলা কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থীসহ পাবনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন অংশ গ্রহণ করে। এতে পাবনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী হাবিবুল্লাহ মিশু ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। সারা দেশের কোথাও যেন আর কোনো মিশু বা তনুকে এভাবে জীবন দিতে না হয় প্রশাসন যেন সেদিকে খেয়াল রাখেন।
এ বিষয়ে পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, সারাদেশে শিশু হত্যা ধর্ষণ ব্যাপক হারে বেড়ে গেছে। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। এ ধরনের সকল হত্যাকাণ্ডের বিচার দাবী করি আমরা।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ ২০১৬/শরীফ