টাঙ্গাইলের মির্জাপুরে স্বাধীনতার ৪৫ বছর উপলক্ষে শহীদদের স্মরণে ৪ হাজার ৫০০ মোমবাতি জ্বালিয়ে প্রদীপ প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাতটায় মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এর আনুষ্ঠানিক সূচনা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ ও উপজেলা শিল্পকলার একাডেমীর উদ্যোগে এ কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, যুবলীগের নেতাকর্মী, শিল্পকলা একাডেমীর সদস্য, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচি চলাকালীন সময়ে শহীদ মিনার থেকে পুরাতন বাসস্টেশন পর্যন্ত রাস্তার দু’পাশে মোমবাতি জ্বালানো হয়।
এসময় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম সিকদা ও যুগ্ম আহবায়ক শামীম আল মামুন উপস্থিত ছিলেন।
কর্মসূচির বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, বর্তমান প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের শহীদের সর্ম্পকে সচেতন করায় এর লক্ষ।
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন