বগুড়া শহরের খান্দার এলাকায় বিলের পানিতে ডুবে নাহিন (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
নাহিন একই এলাকার জাহাঙ্গীরের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) শাহ আলম জানান, বিকেলে নাহিন বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে নাহিনের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে বিলের পানিতে তাকে ভাসতে দেখে।
এ সময় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন