গোপালগঞ্জে বাসের চাপায় মিলন মন্ডল (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনিত মন্ডল (১২) নামে অপর এক ছাত্র। আজ শনিবার সকাল ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ি (বটতলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন মন্ডল ভেন্নাবাড়ি সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ও ভেন্নাবাড়ি (বটতলা) গ্রামের দেবেন মন্ডলের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে প্রাইভেট পড়া শেষে মিলন ও অনিত বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, চালকসহ বাসটি আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৯ এপ্রিল ২০১৬/শরীফ