জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ২৬ জন গরু ব্যবসায়ীসহ ২৬টি গরুও ছিল বলে জানা গেছে।
তবে শনিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া খবরে উদ্ধারকাজ শুরু হয়নি।
নৌকাডুবির পর শুক্রবার রাতেই সাঁতরে তীরে উঠে আসেন শাহজাহান মিয়া নামের এক গরু ব্যবসায়ী। তিনি জানান, বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ধাক্কা লেগে আমাদের গরুবোঝাই নৌকাটি ডুবে যায়।
পিংনা গোপালগঞ্জ গরুর হাট কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পিংনা ঘাট থেকে নৌকায় ২৬টি গরু নিয়ে গরু ব্যবসায়ীরা টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গাবসাড়া এলাকার দিকে রওনা হন। কিছু দূর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে গরুবোঝাই নৌকাটি ডুবে যায়।
শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নৌকা উদ্ধারে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৬/ হিমেল-০২