জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় এক সাংবাদিককে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জুম্মান তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে পৌর শহরের মালিবাগ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের জের ধরে গত শনিবার সাংবাদিক বিল্লাল হোসেন মন্ডলকে মোবাইল ফোনে ডেকে নেন জুম্মান। পরে ছাত্রলীগের সভাপতি জুম্মান তালুকদারে নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সাংবাদিক বিল্লালকে বেধড়ক পিটিয়ে আহত করেন।
খবর পেয়ে বিল্লালের সহকর্মীরা ছাত্রলীগের অফিস থেকে তাকে হাত-পা বাধাঁ অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় গতকাল রাতে সাংবাদিক বিল্লাল বাদী হয়ে জাহিদুল ইসলাম জুম্মান ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আজ সোমবার ভোরে পুলিশ জুম্মানকে গ্রেফতার করে।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, ছাত্রলীগ নেতা জুম্মানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/শরীফ