গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রুবেল মিয়া (৩১) ও রবিউল ইসলাম (২৯) নামে র্যাব সদস্য পরিচয়দানকারী দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রুবেল মিয়া বগুড়া জেলা সদরের বালুপাড়া গ্রামের দুদু প্রামাণিকের ছেলে ও রবিউল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কলপকোল গ্রামের বেলাল হোসেনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সন্ধ্যায় গোবিন্দগঞ্জ শহরের চৌ-মাথা মোড়ে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিল। এ সময় একটি মাইক্রোবাসে করে ৩/৪ জন যুবক গোবিন্দগঞ্জ শহর থেকে ঘোড়াঘাট যাচ্ছিলেন। পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করতে চাইলে মাইক্রোবাসে থাকা যুবকরা নিজেদের র্যাব-১২ এর সদস্য বলে পরিচয় দেন।
একপর্যায়ে তারা মাইক্রোবাস নিয়ে দ্রুত রওনা দেয়। বিষয়টি সন্দেহ হলে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে এরআগেই অন্য যুবকরা পালিয়ে যান।
ওসি আরো জানান, আটকদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হবে।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন