ঝিনাইদহ সদরের বুজিতলা-শিকারপুর থেকে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে আটকের এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের ঠাকুর সরকারের ছেলে কুমোদ সরকার (৩০) ও একই গ্রামের ডালিম বিশ্বাসেলের ছেলে মাধব বিশ্বাস (৩২)।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, আটকদের স্বীকারোক্তি অনুযায়ী বুজিতলা গ্রামের দীপঙ্করের বাড়ি থেকে একটি শাটারগান, দুটি গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/শরীফ