নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সার চাপায় গত বৃহস্পতিবার রাতে অর্চনা রানী সরকার (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি নাগড়া স্টাফ কোয়ার্টার এলাকার অজিত সরকারের স্ত্রী।
নেত্রকোনা মডেল থানার ওসি মাছুদুল আলম জানান, অর্চনা রানী বিকালে পাশের বাসায় বেড়াতে যান। সেখান থেকে রাতে নাগড়া সড়কে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। এসময় পিছন দিকে থেকে আসা একটি অটোরিক্সা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। এ ঘটনায় অটোচালক সটকে পড়ে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/শরীফ