রংপুরে নাশকতা মামলার আসামি জামায়াতের নয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গকাল বৃহস্পতিবার তাদের রংপুর জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে গঙ্গাচড়া থেকে ৩ জন এবং পীরগাছা জামায়াতের ৬ নেতাকে গ্রেফতার করে পুলিশ।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাসে পেট্রোল বোমা ছুড়ে নাশকতা চলানোর অভিযোগে তাদের নামে মামলা দায়ের করা হয়। এদের মধ্যে একজন পুলিশ হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি। তারা দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। বুধবার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/শরীফ