বিপুল উৎসাহ উদ্দীপনা আর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে বরণ করে নিয়েছে নেত্রকোনাবাসী। সম্মিলিত বর্ণাঢ্য ও মঙ্গল শোভাযাত্রার আয়োজনের মধ্য দিয়ে তা পালিত হয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় মোক্তারপাড়াস্থ পুরাতন কালেক্টরেট উন্মুক্ত প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন, পৌরসভা, মিতালী সংঘ, দূর্বার গোষ্ঠীসহ বেশ কিছু সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন নিজ নিজ ব্যানারে সম্মিলিত আনন্দ শোভাযাত্রা বের করে। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ প্রশাসনিক কর্মকর্তারা।
শোভাযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার লোকজন স্বতঃষ্ফূর্ত অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের কাচারী রোড, ছোট বাজার, তেরী বাজার, বড় বাজার ও শহীদ মিনার মোড় হয়ে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে আবহমান গ্রাম বাংলা ঐতিহ্য তুলে ধরা হয়। পরে বকুলতলা চত্বরে দূর্বার গোষ্ঠীর উদ্যোগে বাঙ্গালীর পুরাতন ঐতিহ্যবাহী খেলা মোরগের লড়াই, মধুমাছি কচিকাঁচা বিদ্যা নিকেতনে ও চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীন খেলাধূলার পাশাপাশি পৃথক পৃথক বৈশাখী মেলা বসে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/শরীফ