কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম দিগরপানখারীর ১ নং বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে নুরহান (১৪) ও আবু ছালামের ছেলে মোহাম্মদ মিরাজ উদ্দিন (১৩)। নুরহান পৌরসভার মগবাজারস্থ শেখ রাসেল স্কুলের ৭ম শ্রেনী ও মিরাজউদ্দিন স্থানীয় নুরানী মাদ্রাসার ছাত্র।
স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন জানান, শুক্রবার সকালে তারা দুই বন্ধু মিলে মাঠে খেলতে যায়। এরপর খেলা শেষে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। ওই সময় দুইজনই পানিতে তলিয়ে যায়। এসময় গোসল করতে যাওয়া অন্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে শুরু করে। এর কিছুক্ষণ পর নুরহানের মৃতদেহ ভেসে উঠলে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া অপর ছাত্র মিরাজের মৃতদেহ উদ্ধার করেন।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ হিমেল-০৭