নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বাঙ্গালী সংস্কৃতির অন্যতম উৎসব বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন, বনপাড়া পৌরসভা, বড়াইগ্রাম পৌরসভা, জয়বাংলা সামাজিক আন্দোলন, বনপাড়া মাদক বিরোধী জোট, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক ইউনিয়ন, মৃধাপাড়া যুব সোসাইটি, কালিকাপুর খ্রীষ্টান যুব সমাজ সহ স্থানীয় বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজ স্ব স্ব উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীতে নেতৃত্ব দেন স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস। মাদক বিরোধী নাগরিক কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন সংগঠনটির আহ্বায়ক বিশিষ্ট সমাজ সেবক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
র্যালী ছাড়াও বিভিন্ন সংগঠন পান্তা-ইলিশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত যুবক-যুবতী ও শিশুরা নতুন সাদা-লাল রংয়ের পোশাক পড়ে আনন্দ-হৈহুল্লা ও ঘুরে বেড়াতে দেখা গেছে। এছাড়া বনপাড়া পৌরসভার কালিকাপুর মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ হিমেল-০৯