বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার ২শ’ বছরের পুরনো দূর্গা সাগর দিঘিতে মহাঅষ্টমীর তিথিতে পূণ্যস্নান করছে হিন্দুধর্মাবলম্বীরা।
শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে পূঁজা-অর্চনা এবং স্নান। অনেকে আবার মঙ্গলের আশায় সন্তানের মাথা ন্যাড়া করে দিয়েছেন।
এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বীরা পূণ্যস্নান করতে আসায় দূর্গা সাগর প্রান্তরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যায় শেষ হবে এ পূন্যস্নান।
উল্লেখ্য, ১৭৮০ সালে খনন করা এই দিঘিতে ১শ’ বছরেরও বেশী সময় ধরে দূর্গা স্নান উৎসব হয়ে আসছে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ হিমেল-১৭