বগুড়ার ধুনট উপজেলায় মধুপুর গ্রামের প্রেমিকাকে অপহরণ করতে গিয়ে মাইক্রোবাসসহ ছয় তরুণ আটক হয়েছে পুলিশের হাতে।
শুক্রবার রাত ২টায় ধুনট উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার ভরিয়া গ্রামের মোহাম্মাদ আলী জিন্নার ছেলে শাফিনুর ইসলাম, বাবলু মিয়ার ছেলে শফিকুল ইসলাম, পলাশ প্রধানের ছেলে সৌরভ প্রধান, আব্দুল মান্নানের ছেলে শিপন মিয়া, আব্দুল কুদ্দুসের ছেলে বেলাল হোসেন ও রহবল গ্রামের জহুরুল ইসলামের ছেলে রনি মিয়া।
ধুনট থানা হাজতে আটক সৌরভ প্রধান জানান, ধুনট উপজেলার মধুপুর গ্রামের এক মেয়ের সঙ্গে প্রায় এক বছর আগে মোবাইল ফোনের রং নাম্বার থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই মেয়েকে কৌশলে তুলে নেওয়ার জন্য মাইক্রোবাসসহ মথুরাপুর বাজার এলাকায় পৌঁছালে টহলরত পুলিশ সন্দেহজনকভাবে আটক করেন।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছয় তরুণ সৌরভের প্রেমিকাকে অপহরণের কথা স্বীকার করেন। তবে, তারা আর কোন অপরাধ সংঘটনের জন্য এলাকায় এসেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ছয় তরুণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন