ঝিনাইদহ শহরের দিক্ষণ শিকারপুর গ্রাম থেকে শুক্রবার ভোরে অস্ত্র, গুলি ও রামদাসহ মাধব কুমার ও কুমুদ সরকার নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
মাধবকুন্ডু একই গ্রামের ডালিম কুমার ও কুমুদ সরকার ঠাকুর সরকারের ছেলে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি সাটারগান, ৩ রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান খবর নিশ্চিত করে জানান, গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার ভোর চারটার দিকে পুলিশের একটি টহল দল তাদের বাড়িতে অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করে। পরে তাদের শিকারোক্তি মোতাবেক দীপংকরের ঘরের সুড়ঙ্গ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তারা মাধব ও কুমুদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন