যশোর জেলার বেনাপোল সীমান্তে চোরাচালান প্রতিরোধের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে নায়েব সুবেদার মহাসিন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলাটি দায়ের করেন। ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে।
এরা হলেন, বেনাপোলের সাদিপুর গ্রামের বাবুলের ছেলে শামিম (৩৮), নিয়ামত (৪০), আক্তারের ছেলে হাফিজুর (৪২), হাবিলের ছেলে আজগার (৪২), আবু হোসেনের ছেলে নুর হোসেন (৪০), মিজানুরের ছেলে বাবু (৩৯), টুকু (৩৫), শিমুল (৪০), দিনুর ছেলে মুন্না (৩৮) ও মন্টুর ছেলে আক্কাস (৩৫)।
বিজিবি জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের লেবুতলা ঘাট দিয়ে একদল চোরাচালানি ফেনসিডিল নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা ইটের খোয়া ছুড়ে হামলা চালায়। এসময় ইটের আঘাতে বিজিবির নায়েক মোমিন (৪৬) গুরুতর জখম হয়। তাকে সহকর্মীরা উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর স্থানান্তর করা হয়। এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার মহসিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন