দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ মাসুমকে বহিষ্কার করা হয়েছে।
১৩ এপ্রিল জেলা ছাত্রদলের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়ার পর শুক্রবার সন্ধ্যায় লিখিতভাবে তাকে বহিষ্কার করা হয়।
জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সভাপতি রাজিব আহমেদ দলের প্রার্থীর পক্ষে কাজ না করে উল্টো নিজেই চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ কারণে ছাত্রদলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করেছে।
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন