ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি বাসে আগুন দিয়েছেন উত্তেজিত জনতা।
শুক্রবার রাত ৯টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর পরিবহনের ওই বাসে কী কারণে আগুন দেওয়া হলো তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান স্টেশন অফিসার হাসিবুর রহমান।
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন