পটুয়াখালী শহরের নিউমার্কেট ও হেতালিয়া বাধঘাট এলাকা থেকে ১৪ মণ জাটকা জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় একজনকে আটক করা হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
আটককৃত মো. খলিল চৌকিদারকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ডিবি পুলিশের ওসি মো. জাকির হোসেন জানান, গোপান সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে হেতালিয়া এলাকা থেকে ১০ মণ এবং নিউমার্কেট এলাকা থেকে ৪ মণ ড্রামভর্তি দুই ইঞ্চি সাইজের ১৪ মণ জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত জাটকা স্থানীয় লিল্লাহ বোডিং, গরীবদের মধ্যে ও বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৬/ রশিদা