চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে মোজাম্মেল হোসেন (২২) নামে এক যুবক আহত হয়েছে। শুক্রবার দিবাগত ২ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মোজাম্মেল হোসেন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মোজাম্মেল হোসেন কয়েকজন সঙ্গীসহ কিরণগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা গুলি বর্ষণ করে। এসময় মোজাম্মেল হোসেন গুলিবিদ্ধ হলে তার সাথীরা তাকে বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হয়।
সূত্রটি জানায়, গুলিবিদ্ধ মোজাম্মেলকে রাজশাহীতে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে ৯ বিজিবি’র অধিনায়ক আহমেদ জুনাইদ আলম খান জানান, ঘটনাটি শুনে খোঁজ-খবর নেয়ার জন্য তার বাড়িতে বিজিবি সদস্যদের পাঠানো হলে বাড়ির কাউকে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ হিমেল-০২