কুমিল্লার চৌদ্দগ্রামে আজ শনিবার ভোরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী রুহুল আমিনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা সদরের রামরায় গ্রামের জগুন আলীর পুত্র।
চৌদ্দগ্রাম থানার এসআই কাউছার জানান, টাকা সংক্রান্ত একটি মামলায় (সিআর-৪১৭) আদালত রুহুল আমিনের বিরুদ্ধে এক বছরের সাজা দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ পুলিশ তাকে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/শরীফ