বান্দরবানে বন্যহাতির আক্রমণে হালিমা বেগম (১০৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হালিমা বেগম কদুখোলা এলাকার মেম্বার প্রার্থী মো. আব্বাছ আলীর মা।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাতে ৪ থেকে ৫ টি বন্যহাতির একটি দল কদুখোলা এলাকায় এসে ব্যাপক তাণ্ডব চালায়। এক পর্যায়ে হাতির দলটি মেম্বার প্রার্থী আব্বাছের বাড়িতে হানা দিলে বাড়ির সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও হালিমা বেগম ঘর থেকে বের হতে পারেনি। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ঐ বৃদ্ধা।
এদিকে কদুখোলা ওয়ার্ডের মেম্বার রফিকুল আলম অভিযোগ করে বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে হালিমা বেগমের মারা যাওয়ার খবর তখনই থানা, বন বিভাগ এবং উপজেলা চেয়ারম্যানকে জানানো হলেও রাতে কেউ আসেনি।
এদিকে বেশী রাত এবং দুর্গম এলাকা হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ হিমেল-০৩