কুমিল্লার চৌদ্দগ্রামে আজ শনিবার ভোরে গাঁজা ব্যবসায়ী ও গরু চোরসহ দুই অপরাধীকে আটক করেছে পুলিশ। তারা হলেন: দুই কেজি গাঁজাসহ পৌর এলাকার গোমারবাড়ি গ্রামের তনু মিয়ার পুত্র জাহাঙ্গীর হোসেন (৪৫) ও কুখ্যাত গরু চোর শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের ইয়াছিন (৩৮)।
চৌদ্দগ্রাম থানার এসআই কাউছার ও এসআই সুজন জানান, নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে দুই কেজি গাঁজাসহ জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকের আরও চারটি মামলা রয়েছে। এছাড়া উনকোট গ্রামের কুখ্যাত গরু চোর ইয়াছিনকে এলাকাবাসী পুলিশের হাতে সোপর্দ করে। দুইজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৬/ রশিদা