কক্সবাজারের ঘুমধুম ও তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২২ রোহিঙ্গাকে আটকের পর মানবিক সহায়তা দিয়ে শনিবার দুপুরে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধীনস্ত ঘুমধুম ও তুমব্রু বিজিবি সদস্যরা শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে এসব মিয়ানমার নাগরিককে আটক করেন।
কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের তুমব্রু পশ্চিমকূল ও বেতবুনিয়া বাজার এলাকায় বিজিবির সদস্যরা টহলদানকালে এসব রোহিঙ্গাকে আটক করেন। আটককৃতদের মানবিক সেবা দিয়ে দুপুরে আবার স্বদেশে ফেরৎ পাঠানো হয়েছে।
চলিত এপ্রিল মাসে এ পর্যন্ত ২৪৫ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) সীমান্ত অতিক্রমের সময় আটক করে স্বদেশে ফেরৎ পাঠানো হয় বলেও উল্লেখ করেন তিনি।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ