রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কামারপাড়া নামক স্থানে শনিবার সকালে ট্রাক চাপায় শহীদুল আলম (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে শিক্ষক শহীদুল আলম তার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহী যাচ্ছিলেন। তিনি গোদাগাড়ী উপজেলার কামারপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, রাজশাহী টিচার্স ট্র্রেনিং ইনস্টিটিউটে প্রধান শিক্ষকদের প্রশিক্ষণে অংশ নিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ হিমেল-০৫