ঠাকুরগাঁও সদর উপজেলা আরাজী সালন্দর এলাকায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও থানায় শিশুটির পিতা জয়নাল সর্দার বাদী হয়ে ওই ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলা আরাজী শোটাপীর এলাকায় ভূট্টা ক্ষেতের ভিতরে সোলেমান নামের এক যুবক এক শিশুকে তুলে নিয়ে এসে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে ধর্ষক পালিয়ে যায়। পরিবারের লোকজন শিশুটি উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিৎকিসাধীন রয়েছে। পরে শিশুটির তথ্য মতে সোলেমান (২৮) কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মামলার সত্যতা স্বীকার করে বলেন, অতি দ্রুত আসামীকে আইনের আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ হিমেল-০৭