ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় আকরাম হোসেন পিটু (২৬) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পুনিয়াউট রেলগেট এলাকায় পিটুর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পিটু শহরের কাজীপাড়া মহল্লার হুমায়ুন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, স্ত্রী নাসিমা আক্তার শান্তাকে নিয়ে পিটু পুনিয়াউট রেলগেট এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। শনিবার সকালে শান্তার চিৎকার শুনে স্থানীয়রা তাদের বাসায় গিয়ে আহত অবস্থায় পিটুকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, নিহত ব্যক্তির গলা ও পাসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী শান্তাকে আটক করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ