পিরোজপুরের নেছারাবাদের জলাবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে মো. পলাশ হাওলাদার নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে পূর্ব জলাবাড়ী বালক উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত পলাশ উপজেলার দক্ষিন সমুদয়কাঠী গ্রামের আমির হোসেন হাওলাদারের পুত্র।
নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে জলাবাড়ী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আশিষ বড়ালের লোকজন পলাশকে পূর্ব জলাবাড়ি বাজার থেকে তুলে নিয়ে যায়। পরে সকালে পূর্ব জলাবাড়ী বালক উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন মাঠে পলাশের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তবে পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে পূর্ব জলাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি দোকানে নাস্তা করার সময় পলাশকে অজ্ঞাত ২ জন লোক মটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে পূর্ব জলাবাড়ী বালক উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন মাঠে পলাশের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে পলাশের লাশ উদ্ধার করে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ব্যাপারে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জেড় ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে। নিহত পলাশ একটি হত্যা মামলার আসামি ছিল বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৬/মাহবুব