চুয়াডাঙ্গায় প্রকাশ্য দিবালোকে মাছ ব্যবসায়ী হানিফ উদ্দিন ভুলুকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে অনশন করছেন নিহত ভুলুর পরিবার ও এলাকাবাসী।
শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় শহীদ হাসান চত্বরে এ অনশন করছেন তারা। এতে বক্তব্য রাখেন নিহত ভুলুর মা সাবিহা খাতুন।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ মার্চ দুপুরে শহরের ফেরী ঘাট রোডের শিশুস্বর্গ পার্কের সামনে ভুলুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৬/মাহবুব