ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ও চট্টগ্রামে দুই সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
আজ সকালে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে 'পঞ্চগড় সচেতন সাংবাদিক সমাজ'র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এক ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিক, আলমগীর জলীল তালুকদার, হোসেন রায়হান, হারুন উর রশীদ বাবু, আবুল কাশেম রুমেল, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মোশাররফ হোসেন, রাজিউর রহমান রাজু, আবু সালেক রহিম, খোরশেদ আলম, মো. রফিকুল ইসলাম, জামিল চৌধুরী ডলার, সাবিবুর রহমান সাবিব, সামসউদ্দিন চৌধুরী কালাম, নজরুল ইসলাম, সরকার হায়দার, আব্দুল কাইয়ুম, মো. শাহজাহান আলীসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা হামলাকারীরা যে দলেরই হোক না কেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ হিমেল-০৯