দিনাজপুরের পার্বতীপুরে মদের দোকানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১ টার দিকে শহরের উত্তরা সিনেমা হল রোডে আইয়ুব আলীর মদের দোকানে অভিযান চালিয়ে ২৮ লিটার দেশীয় মদসহ ৪ জনকে আটক করেছে সিআইডি।
গ্রেফতারকৃতরা হলেন, দোকান ম্যানেজার শহরের রোস্তম নগর মহল্লার রনি ইসলাম (২৪), সাহেব পাড়ার আরিফুল ইসলাম (২৮), সাদেকুল ইসলাম (২৯) ও আব্দুল খালেক (৪২)। দিনাজপুর সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন মিঞা বলেন, শহরের ব্যস্ততম এলাকায় অবৈধ ভাবে মদের দোকান বসিয়ে রাত ভর মদ বিক্রি চলছিল। সঙ্গীয় ফোর্সসহ তিনি নিজেই অভিযানে নেতৃত্ব দিয়ে ৪ জনকে গ্রেফতার করেন।
এসময় সিআইডির উপস্থিতি টের পেয়ে দোকান মালিক আইয়ুব আলী পালিয়ে যায়। এ ব্যপারে পার্বতীপুর মডেল থানায় মামলা হয়েছে। আজ গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ হিমেল-১১